পঁচিশে বৈশাখে নানা আয়োজন জোড়াসাঁকোয়, শান্তিনিকেতনে

রবীন্দ্র আবহের মধ্য দিয়ে ভারতে পালিত হচ্ছে দেশটির জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিবস। এ উপলক্ষে কলকাতায় কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চলছে নানা আয়োজন।
জোড়াসাঁকোয় কবিগুরুর জন্মঘর। ছবি: স্টার

রবীন্দ্র আবহের মধ্য দিয়ে ভারতে পালিত হচ্ছে দেশটির জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিবস। এ উপলক্ষে কলকাতায় কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চলছে নানা আয়োজন।

কবির হাতে গড়া শিক্ষাতীর্থ বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনেও (বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়) বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে আজ। সরকারি, বেসরকারিভাবেও পঁচিশে বৈশাখের নানা সূচিতে সাজানো রয়েছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে কবি প্রণাম অনুষ্ঠান।

শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই নয়; ত্রিপুরা, মেঘালয়, আসাম ছাড়াও উড়িশা ও ঝাড়খন্ডেও নানা আয়োজনে কবির জন্মদিন পালিত হচ্ছে।

জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এদিন সকালে তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অর্থ্যাৎ পঁচিশে বৈশাখের অনুষ্ঠান সূচির সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়।

এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীরা কবির জন্মঘরে (আঁতুরঘর) ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সম্মিলত কণ্ঠে উচ্চারিত হয় মঙ্গলালোকে.. কবির এই কালজয়ী গান।

কবির ব্যবহৃত জিনিসপত্র। ছবি: স্টার

উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, বিশ্বকবির আদর্শ সারা পৃথিবীর মানুষকে আলোকিত করছে। যত বেশি তাঁকে মননে ধরে রাখা যাবে আমাদের সমাজ-সংবাদ-রাষ্ট্র-বিশ্ব জুড়ে ততই শান্তির আবহ ছড়িয়ে পড়বে।

তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সাহিত্যে অবদানের জন্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সংগীতে অবদানের জন্য নির্মলা মিশ্রকে ডি লিট ডিগ্রি প্রদান করে সাম্মানিত করা হয়েছে।

জোড়াসাঁকোর মতো কবির স্বপ্ন দিয়ে তৈরি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিনিকেতনে (বিশ্বভারতী ক্যাম্পাস) কবি বন্দনা শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। ক্যাম্পাসের আম্রকুঞ্জে সম্মিলত কবি প্রণামে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন কুমার দত্ত।

কবির আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান উপাচার্য। সন্ত্রাসমুক্ত পৃথিবীর গড়ার ক্ষেত্রে নোবেল বিজয়ী কবির আদর্শকে লালন করার পরামর্শও দেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগেও দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে কবির জন্মদিন জুড়ে। মঙ্গলবার বিকালে ক্যাথিড্রাল রোডের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতেই হবে কবির জন্মদিন অনুষ্ঠান।

পঞ্জিকায় ভিন্নতার কারণে গতকালই বাংলাদেশে ছিল পঁচিশে বৈশাখ। সে হিসেব ধরেই বাংলাদেশিরা স্মরণ করেছেন কবিগুরুকে।

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

Govt may let its employees trade in shares

The public administration ministry is likely to allow government employees to trade in the share market, a reversal of a decades-old rule.

8h ago