‘পর্তুগাল দলে রোনালদোর উপস্থিতিতে ঐক্যে ফাটল ধরার বিষয়টি গুজব’

ছবি: এএফপি

ক্রিস্তিয়ানো রোনালদোর কারণে পর্তুগাল দলে ভাঙনের সুর বেজে ওঠা নিয়ে অতীতে বেশ কিছু প্রতিবেদন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেসব অভিযোগকে স্রেফ গাল-গল্প বলে উড়িয়ে দিলেন জোসে ফন্ত। ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী পর্তুগিজ স্কোয়াডের এই সদস্যের মতে, মাঠের ভেতরে ও বাইরে রোনালদোর নেতৃত্ব অন্যদের জন্য অনুসরণীয়।

জাতীয় দলে রোনালদোর সঙ্গে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত আট বছর একসঙ্গে খেলেছেন ফন্ত। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে লেখা একটি কলামে তিনি জানান, সতীর্থদের জন্য রোনালদোর সহায়তার হাত সর্বদা প্রসারিত থাকে, 'পর্তুগাল দলে ক্রিস্তিয়ানো রোনালদোর উপস্থিতি ঐক্যে ফাটল ধরায়, এমন গল্প ও গুঞ্জন শুনলে আমি সব সময় হেসে উড়িয়ে দেই— কারণ, সেসব কেবলই গুজব। আমি তার সঙ্গে জাতীয় দলে অনেক বছর কাটিয়েছি এবং আমি কোনো সমস্যা দেখিনি। আমি যেটা জানি তা হলো, সে শুধু নিজে একজন দুর্দান্ত পেশাদার ব্যক্তি নয়, সে স্কোয়াডের অন্য সবাইকেও সাহায্য করার চেষ্টা করে।'

পর্তুগালের জার্সিতে ৫০টি ম্যাচ খেলেছেন ডিফেন্ডার ফন্ত। তার দৃষ্টিতে, রোনালদোর সঙ্গে মিশলে খুঁজে পাওয়া যায় সফলতার রসদ, 'এমনকি তাকে কেবল ভালোভাবে পর্যবেক্ষণ করলেও সফল হওয়ার জন্য আপনার কী করা উচিত সে সম্পর্কে ধারণা পাবেন। আর আপনি যখন ক্রিস্তিয়ানোর সঙ্গে মিশবেন, তখন আপনি এর চেয়ে অনেক বেশি কিছু অর্জন করবেন। সে স্কোয়াডের অধিনায়ক এবং সব সময় একজন সরব মানুষ, যে অনেক কথা বলে। মাঠে বা মাঠের বাইরে তার নেতৃত্ব বাকিদের জন্য উদাহরণস্বরূপ।'

ছবি: এএফপি

চলমান ইউরোতে রোনালদোর অধিনায়কত্বে ইতোমধ্যে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগিজরা। মাঠে যে তীব্র তাড়না নিয়ে তিনি খেলতে নামেন, সেটা নিয়ে ৪০ বছর বয়সী ফন্তের ভাষ্য, 'সে সব সময়ই জিততে চায়। সে এতটাই প্রতিযোগিতামূলক মানসিকতার যে, যখন সে আমাকে বলত, সে অনুশীলনের পর গোসলের সময় অন্য সবার চেয়ে বেশি পুশ-আপ দেবে, সে অবশ্যই সেটা করত। এই তাড়নাটা তার জীবনের অংশ। আর এই কারণেই সে এখন ৩৯ বছর বয়সেও পর্তুগালের সঙ্গে ২০২৪ ইউরোর দলে আছে। সে এমন একটা জন্তু যে কেবল জিততে থাকতে চায়। সে শুধু সেরাই নয়, সে সেটা প্রমাণও করতে চায়।'

গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচে গোল পাননি পাঁচবারের ব্যালন দি'অরজয়ী ফরোয়ার্ড রোনালদো। তবে তার জন্য জাল খুঁজে নেওয়া কেবল সময়ের ব্যাপার, মনে করেন ফন্ত, 'আমি জানি, মাঝে মাঝে তার গোল করার চেয়ে অ্যাসিস্ট করতে ভালো লাগে। তাই যখন সে তুরস্কের বিপক্ষে আমাদের তৃতীয় গোলের আগে নিজে শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দিয়েছিল, আমি তখন অবাক হইনি। সে সবখানে জড়িত থাকছে, রক্ষণ ও লিঙ্ক-আপে সহায়তা করছে। অবশ্যই সে গোলও চায়, যেহেতু সে গোলের জন্য ভীষণ ক্ষুধার্ত থাকে। আর সেটা অবশ্যই আসবে— সময়ের ব্যাপার মাত্র।'

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠা পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের ভেন্যু জার্মানির ফ্রাঙ্কফুর্ট।

Comments

The Daily Star  | English

Tk 707cr spent in 9yrs, dengue still ravages Dhaka

This year, DNCC proposed Tk 135 crore budget and DSCC Tk 46.50 crore for mosquito-control activities.

8h ago