প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ‘ট্যাক্সি ড্রাইভার’ ডি নিরোর নিন্দা

Robert De Niro
অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। ছবি: কন্টাক্টমিউজিকডটকম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা প্রকাশ করেছেন “ট্যাক্সি ড্রাইভার”-খ্যাত অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো।

গত ৮ মে লিঙ্কন সেন্টার ফিল্ম সোসাইটির বার্ষিক চ্যাপলিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণের সময় দেওয়া বক্তৃতায় ডি নিরো শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে প্রেসিডেন্টের বরাদ্দ কমিয়ে দেওয়ার তীব্র নিন্দা করেন।

দর্শকদের উদ্দেশ্যে ডি নিরো বলেন, “আমরা ছবি তৈরি করি দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে। দর্শকরা সেসব ছবি দেখে ভোট দেন। সমালোচকরা লেখনীর মাধ্যমে তাঁদের মতামত ব্যক্ত করেন। এরপর, সময় বলে দেয় সেটা শিল্প হয়েছে কী না।”

তিনি আরও বলেন, “আমি বেশ কয়েকদিন থেকে বিষয়টি নিয়ে ভাবছি। কেননা, আমাদের সরকার শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা করছি।”

ডি নিরো বর্তমানে ফ্যামিলি কমেডি “দ্য ওয়ার উইথ গ্র্যান্ডপা” এবং মার্টিন স্কোরসেসের নতুন ছবি “দ্য আইরিশম্যান”-এ কাজ করছেন।

 

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago