ভিডিও: বাহুবলি’র প্রভাস ছিলেন বলিউডে সুপার-ফ্লপ

পরিচালক এসএস রাজামৌলির হাতে এসে পড়ার আগে তেলেগু সিনেমার অতি পরিচিত মুখ প্রভাসকে বলিউডে “সুপার-ফ্লপের” তকমা পেতে হয়েছিল। তাই “বাহুবলি”-তে অভিনয় করার আগে ভারতের দক্ষিণাঞ্চলেই আটকে ছিল আজকের এই বিশ্ব তারকার নাম।

তামিলনাড়ুতে জন্ম নেওয়া চলচ্চিত্র প্রযোজক ইউ সূর্যনারায়ণের ছেলে প্রভাসের সিনেমায় অভিষেক হয় ২০০২ সালে তেলেগু ছবি “ঈশ্বর”-এর মাধ্যমে। এরপর একে একে বেশ কয়েকটি তেলেগু ছবিতে অভিনয় করার পর তিনি আসেন বলিউডে।

২০১৪ সালে “অ্যাকশন জ্যাকসন” হিন্দি ছবির একটি আইটেম গানে অংশ নেন প্রভাস। গানটিতে তিনি তাল মিলান সোনাক্ষী সিনহার সঙ্গে। ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, ছবিটি এতোটাই ব্যর্থ হয়েছিলো যে এর অন্যান্য অভিনেতা অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা তাঁদের অভিনয়ের তালিকা থেকে মুছে দেন “জ্যাকসন”-এর নাম।

এর পরের বছর প্রভাস আবার ফিরে যান দক্ষিণে। যোগ দেন রাজামৌলির “বাহুবলি”-র প্রথম পর্বে। তারপরের ইতিহাস তো সবারই জানা।

Comments

The Daily Star  | English

4,000 ASIs to join police force before election: IGP

No lottery system for civil service postings, says senior secretary to public administration ministry

7m ago