ভ্রাম্যমাণ আদালত অবৈধ: হাইকোর্ট

supreme court

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও, এই আদালতের দেওয়া বিভিন্ন রায়কে বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণার পাশাপাশি সরকারকে ২০১১ সালে মোহাম্মদ মুজিবুর রহমানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা হিসেবে নেওয়া ১০ লাখ টাকা আগামী ৯০ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

দুটি পৃথক রিট আবেদনের ওপর গত মার্চে শুনানি শেষে আদালত আবেদনগুলো রায়ের জন্য অপেক্ষমাণ রাখার পর আজ এ রায় দেওয়া হলো।

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে মোহাম্মদ মজিবুর রহমান নামের একজন বাড়ির মালিককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে নির্দেশনা চেয়ে সে বছরের ১১ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন মজিবুর।

একই বছরে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামান খানকে ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর, ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এর কয়েকটি ধারা ও উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ১১ অক্টোবর হাইকোর্টে রিট করেন তিনি।

আজ হাইকোর্ট এক রায়ে সংশ্লিষ্ট আইনের কয়েকটি বিধানকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দেন। 

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago