সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল

যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। স্টার ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের দেওয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক আবেদন খারিজ করে আজ রায় বহাল রাখলেন আদালত।

রিভিউ আবেদন খারিজ হওয়ায় স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে সাঈদীকে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে সাজা বহাল রাখেন।

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের কারণে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালত-১ জামায়াতে ইসলামির নেতা সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হলে সে বছর ১৭ সেপ্টেম্বর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ড পুনর্বহাল চেয়ে গত বছর ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে। রাষ্ট্রপক্ষের আবেদনের পাঁচ দিন পর খালাস চেয়ে সাঈদীর পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়। এই দুই রিভিউ আবেদনই আজ খারিজ করলেন সর্বোচ্চ আদালত।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

11h ago