বাল্য বিয়ের খবর দিলেই মোবাইল ফোনে ৫০ টাকা

child_bride
ছবি: স্টার ফাইল ফটো

বাল্য বিয়ে রোধ করার জন্য একটি অভিনব কৌশল হাতে নিয়েছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা প্রশাসন। বাল্য বিয়ের খবর আগে-ভাগে দিতে পারলে গ্রাম পুলিশের মোবাইল ফোনে ৫০ টাকা দেওয়া হবে পুরস্কার হিসেবে।

ঠিক সময়ে তথ্য পেলে বাল্য বিয়ে রোধ করা যায় বিধায় উপজেলা প্রশাসন এমন উদ্যোগ নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনির হোসেন গতকাল উপজেলা সদর দফতরে গ্রাম পুলিশদের সঙ্গে এক সাপ্তাহিক বৈঠকে এই ঘোষণা দেন।

তিনি দ্য ডেইলি স্টারকে গতরাতে জানান, “উপজেলার প্রত্যন্ত এলাকায় এখনো বাল্য বিয়ের ঘটনা ঘটছে। এমনকি, এই উপজেলায় গত তিন দিনে চারটি বাল্য বিয়ের খবর পাওয়া গেছে।”

তাঁর মতে, যেহেতু প্রত্যন্ত এলাকায় প্রশাসনের পক্ষে সব সময় নজরদারি রাখা সম্ভব হয় না তাই এমন পুরস্কারের আয়োজন।

মনির হোসেন আরও বলেন, “এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫১জন গ্রাম পুলিশ রয়েছেন। আমরা তাঁদেরকে কাজে লাগাতে চাই। বাল্য বিয়ে সম্পর্কে খবর আগে দিতে পারলে তাঁদের ফোনে ৫০ টাকা পুরস্কার হিসেবে পাঠানো হবে।”

যিনি ভালো কাজ করবেন তাঁকে পরের মাসে ৫০ টাকার বেশি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ধরা বারিশা ইউনিয়নের গ্রাম পুলিশের একজন সদস্য আব্দুস সালাম বলেন যে তারা এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের এলাকায় বাল্য বিয়ে রোধ করার জন্য তারা ইউএনওকে সহযোগিতা করবেন।

নাটোর জেলা প্রশাসক শাহীনা আখতার এই উদ্যোগকে “অভিনব” আখ্যা দিয়ে আশা করেন যে এটি বাল্য বিয়ে রোধ করতে সহায়তা করবে।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago