কানের সাত কাহন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের প্রাণকেন্দ্র পালে দো ফাস্তিভাল। আজ এখানেই শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের মহা মিলনমেলা কান চলচ্চিত্র উৎসব।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের প্রাণকেন্দ্র পালে দো ফাস্তিভাল। আজ এখানেই শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের মহা মিলনমেলা কান চলচ্চিত্র উৎসব।

ফ্রান্সের কান শহরের সব ব্যস্ততা এখন এই একটি অনুষ্ঠানকে ঘিরেই। সারা বিশ্বের সেরা সেরা নির্মাতা-অভিনয়শিল্পী-প্রযোজক-পরিবেশক-ফ্যাশন আইকন থেকে শুরু করে শুধুই সিনেমাভক্ত সবাইকেই দেখা যাবে এখানে।

ফরাসি নির্মাতা আরনদ ডেসপ্লেশিন পরিচালিত “ইসমাইল’স গোস্ট” ছবির প্রদর্শনী দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ৭০তম বছরে পা রাখা উপলক্ষে উৎসবের নিয়মিত আয়োজনের সঙ্গে থাকছে বিশেষ কিছু আয়োজনও।

আয়োজন আর আকর্ষণের দিক থেকে কান উৎসবের এবারের আসর ছাড়িয়ে যেতে চলেছে অন্যান্য বছরের আয়োজনগুলোকে। মাইকেল হানেকে, রোমান পোলানস্কি, ফাতিহ আকিন, নওমি কাওয়াসি, মিশেল আজানভিকুস, টড হেনেসের মতো নামি নির্মাতাদের সঙ্গে এবার যোগ দিচ্ছেন আন্দ্রেই জিগনাতসিয়েভ আর ইয়োরগোস লানথিমোসের মতো পরিচালকরাও।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এরই মধ্যে পৌঁছে গেছেন কান শহরে। তবে কোন ছবি নিয়ে নয়, লরিয়েল-এর প্রতিনিধি হয়ে উৎসবের সুবিখ্যাত লালগালিচা পার হওয়ার গুরু দায়িত্ব এবার তাঁর কাঁধে।

উৎসবটির সবচেয়ে বড় আকর্ষণ “পালমে ডি’অর”-এর জন্য এবার লড়ছে ১৯টি চলচ্চিত্র। এখন দেখার অপেক্ষা কার ঝুলিতে যায় এবছরের পুরস্কার।

 

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago