শিক্ষক নির্যাতন মামলায় সেলিম ওসমানের জামিন

সেলিম ওসমান। স্টার ফাইল ফটো

নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাংসদ একেএম সেলিম ওসমানকে শিক্ষক নির্যাতন মামলায় জামিন দিয়েছেন আদালত। তার জামিন আবেদনের শুনানী শেষে আগামী ৪ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগম সেলিম ওসমানের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত বছর মে মাসে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সেলিম ওসমানের সামনে কান ধরে উঠবস করতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সূত্রপাত হয়।

কান ধরে উঠবসের কারণ হিসেবে মুসলমানদের ‘ধর্মীয় অনুভূতি’তে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয় শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে। এই অজুহাতে তাকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করে স্কুল ব্যবস্থাপনা কমিটি।

ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর তাঁকে আবার স্কুলটির প্রধান শিক্ষক করা হয়।

দোষীদের বের করতে মন্ত্রণালয়ের পাশাপাশি হাইকোর্টের নির্দেশে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত করা হয়। এই তদন্তেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয় এবং বলা হয়, শ্যামলকে মারধর করে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাইকোর্ট তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে নির্যাতনের সাধারণ ডায়েরিটিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago