কান চলচ্চিত্র উৎসবে ‘ব্যাড সামারিটান’-এর বাজার গরম

bad samaritan
“ব্যাড সামারিটান” ছবিটিতে ডেভিড টেনান্ট। ছবি: সংগৃহীত

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভালো বাজার পেয়েছে মার্কিন পরিচালক ও চিত্রনাট্যকার ডেন ডেভলিনের “ব্যাড সামারিটান” ছবিটি।

ডেভিড টেনান্ট এবং রবার্ট শিহান অভিনীত ছবিটি সব ডাচ ভাষাভাষী অঞ্চলের জন্যে কিনেছে ডাচ ফিল্মওয়ার্কস। কোরিয়ার জন্যে নিয়েছে ওয়াইজ অ্যান্ড ওয়াইড প্রতিষ্ঠানটি।

এছাড়াও, তানভীর কিনেছে তুরস্ক, গ্রিস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার জন্যে। আন্তর্জাতিক এয়ারলাইন্স এর জন্যে কিনেছে জাগুয়ার।

এর আগে বলা হয়েছিল, জার্মানির জন্যে “ব্যাড সামারিটান” ছবিটি কিনেছে এটলাস, ল্যাটিন আমেরিকার জন্যে ইমাজেম এবং মধ্য প্রাচ্যের জন্যে ঈগল।

কানের বাজারে ছবিটি বিক্রি করছে ইলেকট্রিক এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, পরিচালক ডেভলিন “ইন্ডিপেন্ডেন্স ডে” এবং “গডজিলা” ছবি দুটির চিত্রনাট্য লিখে ব্যাপক পরিচিত পান। তবে তাঁর পরিচালিত “ব্যাড সামারিটান” ছবিটির চিত্রনাট্য লিখেছেন ব্রানডন বয়সে।

আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ডেভলিনের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ছবি “জিওস্ট্রর্ম”।

 

তথ্যসূত্র: হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago