কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস প্রাইজ ঘোষণা

Beats
“ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি বিটস পার মিনিট” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: কন্টাক্টমিউজিকডটকম

ফরাসি চিত্রপরিচালক রবিন কামপিলো’র “ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি বিটস পার মিনিট” ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পেল দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস প্রাইজ।

১৯৯০-র দশকে প্যারিসে এইডস রোগীদের নিয়ে কাজ করছেন এমন কয়েকজনের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি।

সেই সময়ের এইডস অ্যাডভোকেসি সংগঠন “অ্যাক্ট আপ”-এর একজন শীর্ষ নেতা হিসেবে পরিচালক রবিন তাঁর অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েছেন ছবিটির চরিত্র চিত্রায়ণে।

উল্লেখ্য, ফ্রান্সের কান শহরে ১৭ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ।

 

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago