‘দ্য স্কয়ার’-এর কান জয়

Ruben Ostlund
৭০তম কান চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার “পাম ডি’অর” পেল সুইডিশ পরিচালক রুবেন ওস্তলুন্দের “দ্য স্কয়ার”।

৭০তম কান চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার “পাম ডি’অর” পেল সুইডিশ পরিচালক রুবেন ওস্তলুন্দের “দ্য স্কয়ার”।

গতকাল (২৮ মে) ফরাসি শহর কানে এই ঘোষণা দেওয়া হয়।

এবারের স্বর্ণ পামের প্রতিযোগিতায় ১৯টি ছবি প্রতিযোগিতায় নেমেছিল। সবাইকে টপকে পুরস্কারটি জিতে নেয় সুইডিশ ব্যঙ্গ-রসাত্মক ড্রামা “দ্য স্কয়ার”।

ছবিটিতে একটি আর্ট ইন্সটলেশনকে ঘিরে এর প্রচারণার গল্প বলা হয়েছে। গুটেনবার্গ, স্টকহোম ও বার্লিনে শুটিং করা “দ্য স্কয়ার”-এ পরিচালক আর্ট ইন্সটলেশন বিষয়ে তাঁর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা আংশিকভাবে তুলে ধরেছেন।

এই বিভাগের প্রধান বিচারক ও স্প্যানিশ চিত্রপরিচালক পেদরো আলমোদোভার মন্তব্য, “এবারের বিজয়ী ছবিটি অনেক সমৃদ্ধ এবং পুরোপুরিভাবে সমকালীন।”

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

13m ago