দুবাইয়ের রাস্তায় প্রথম রোবট পুলিশ

Robot Police
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের পুলিশ বিভাগে একটি রোবট পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বিভাগে এই প্রথম একটি রোবট পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার এটি বিশ্বের উচ্চতম টাওয়ার বুর্জ আল-খলিফার পাদদেশে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকে। পথচারী ও পর্যটকরা এ সময় নতুন এ রোবট পুলিশের সঙ্গে সেলফি তোলেন।

শহরের শপিং মল ও পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এই রোবট।

এর মাধ্যমে মানুষ কোন অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবে।

রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহণ এবং ট্রাফিক পুলিশকেও দেয়া হবে।

দুবাইয়ের সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ২৫ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের, তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না।

দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল-রাজুকি বলেন, “এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের কর্মকর্তাদের প্রতিস্থাপন করবো না। দুবাইতে যেহেতু জনসংখ্যা বাড়ছে, আমরা চাই (এর মাধ্যমে) পুলিশ কর্মকর্তারা মনোযোগ দিয়ে একটি নিরাপদ শহর গড়ার কাজ করে যাবেন।”

তিনি আরও বলেন, এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণ মানুষকে সেবা দিতে পারবেন। একইসঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে।

পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট এ সপ্তাহেই গালফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয়।

বর্তমানে এটি শুধুমাত্র ইংরেজি ও আরবিতে যোগাযোগ করতে পারে, তবে এতে রুশ, চাইনিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আগামী বছর আরও একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেয়ার কথা রয়েছে। তবে তা নির্ভর করবে অর্থায়নের ওপর।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

49m ago