মোশাররফ করিমের ‘স্পেশাল ফাইভ’

Mosharraf Karim
অভিনেতা মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের “স্পেশাল ফাইভ” নাটকগুচ্ছ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের আসছে ঈদের অনুষ্ঠানমালায়।

পাঁচটি ভিন্ন নাটক নিয়ে সাজানো “স্পেশাল ফাইভ” প্রচারিত হবে ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেছে বৈশাখী টেলিভিশন।

এসব নাটককে পাঁচটি মজার চরিত্র নিয়ে হাজির হবেন সাতবার মেরিল-প্রথম আলো বিজয়ী অভিনেতা মোশাররফ করিম। নাটকগুলো হচ্ছে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় “মানুষ অমানুষ”। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান।

দয়াল শাহ-এর রচনা ও শামস করিমের পরিচালনায় “বুলির বেলকনি” নাটকটিতে “সিকান্দার বক্স”-খ্যাত মোশাররফ করিমের সঙ্গে থাকছেন শার্লিন এবং ঝুনা চৌধুরী।

মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক “অভিনন্দন” এ অভিনয় করবেন জান্নাতুল পিয়া ও শহিদুল্লা সবুজ।

হাসান মোরশেদের পরিচালনায় নাটক “প্রযত্নে চোর”-এ থাকছেন নাদিয়া নদী এবং কচি খন্দকার।

এরপর, মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক “শেখ সাদী’র সেইসব দিনরাত্রি”-তে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, স্নেহাশীষ অভি এবং ওয়াহিদ আকরাম।

Comments

The Daily Star  | English
Nasiruddin Patwary on Bangladesh February election

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

1h ago