ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট

“ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট”-এর অফিসিয়াল ট্রেইলার

ট্রান্সফরমারস সিরিজের চতুর্থ পর্ব “ট্রান্সফরমারস: এজ অব এক্সটিংশন” মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। মাইকেল বে পরিচালিত আমেরিকান এই বৈজ্ঞানিক কল্পকাহিনির কথা দর্শকদের হয়তো এখনো মনে আছে। কেননা, ২১০ মিলিয়ন ডলারের এই ছবিটি ব্যবসা করেছিল এক বিলিয়ন ডলারের ওপরে।

এবার মাইকেল বে আসছেন ট্রান্সফরমারস সিরিজের পঞ্চম পর্ব “ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট” নিয়ে। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুন। পরিচালক ইতোমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন এটিই ট্রান্সফরমারস সিরিজের শেষ পর্ব।

ছবিটিতে দেখা যাবে মানব জাতির সঙ্গে ট্রান্সফরমারদের অস্তিত্ব রক্ষার লড়াই। পৃথিবীকে বাঁচানোর জন্যে ক্যাড ইয়েগার (অভিনয়ে মার্ক ওয়ালবার্গ) হাত মেলান স্যার এডমন্ড বার্টন নামের একজন ইংলিশ লর্ড (অভিনয়ে অ্যান্টনি হপকিনস) এবং ভিভিয়ান ওয়েম্বলি (অভিনয়ে লরা হ্যাডক)-এর সঙ্গে। তাঁদের কাছে থেকে ইয়েগার জানার চেষ্টা করেন কেন ট্রান্সফরমাররা আবারও পৃথিবীতে ফিরে আসছে।

গত ডিসেম্বরে “ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট”-এর অফিসিয়াল ট্রেইলার প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি পেয়েছে এক কোটি ৪৫ লাখের বেশি ভিউয়ার।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

13m ago