সুলতানা কামালের প্রতি সুশীল সমাজের সমর্থন

মানবাধিকার কর্মী সুলতানা কামালসহ প্রগতিশীল নাগরিকদের হত্যা-হামলার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সভায় বক্তারা হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
sultana kamal
মানবাধিকার কর্মী সুলতানা কামাল। স্টার ফাইল ছবি

মানবাধিকার কর্মী সুলতানা কামালসহ প্রগতিশীল নাগরিকদের হত্যা-হামলার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সভায় বক্তারা হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ এই প্রতিবাদ সভার আয়োজন করে নাগরিক সমাজ।

সভার সভাপতি অধ্যাপক অজয় রায় বলেন, “আমরা সুলতানা কামালের পাশে আছি”। সভায় লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ বলেন, হেফাজতে ইসলাম সুলতানা কামালের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে।

উল্লেখ্য, ইসলামপন্থি সংগঠন হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে সরকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে “ন্যায় বিচারের নারী” ভাস্কর্যটি সরিয়ে নিতে বাধ্য হয়। ধর্মীয়স্থান নিয়ে কটূক্তির অভিযোগে সংগঠনটি সুলতানা কামালের গ্রেফতার অথবা তাঁকে দেশ থেকে নির্বাসনের দাবি জানায়। সুলতানা কামাল এই অভিযোগ অস্বীকার করেন।

হেফাজতের এই দাবি প্রগতিশীল নাগরিকদের মনে ক্ষোভের সৃষ্টি করে। তাঁরা সুলতানা কামালের প্রতি তাঁদের সমর্থন জানিয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আজকের সভায় বক্তারা হেফাজতের এমন হুমকির পরও সরকারের নীরবতার সমালোচনা করেন।

অনুষ্ঠানে “নিজেরা করি”-র খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশন-এর শাহীন আনাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সংস্কৃতিকর্মী সারা যাকের, অর্থনীতিবিদ আবুল বারকাত, নারী নেত্রী মালেকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago