কার্ডিফে টাইগারদের অবিস্মরণীয় জয়
কার্ডিফের সোফিয়া গার্ডেনে তখন টাইগারদের গর্জন। ১২ বছর আগে যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়গাঁথা রচিত হয়েছিল গতকাল ওই মাঠেই টাইগারদের আরেক মহাকাব্যিক জয়ের সাক্ষী হল পুরো ক্রিকেট বিশ্ব।
নিউজিল্যান্ডকে ২৬৫ তে আটকে রাখার পর থেকেই জয়ের প্রহর গুণতে শুরু করেছিল টাইগার ভক্তরা। মাশরাফিদেরই কৃতিত্বেই সেই স্বপ্নের জাল বোনা শুরু হয়। কিন্তু মাত্র ১২ রানে তিন উইকেট খুইয়ে এক রকম হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল টাইগাররা। এর পর ৩৩ রানে তৃতীয় উইকেট যেন রীতিমত গলার ফাঁস হয়ে দাঁড়ায়।
কিন্তু তখনই ব্যাট হাতে মহাকাব্যিক অবতারণা ম্যাচ জয়ের দুই মহানায়কের। একের পর এক বাউন্ডারিতে রানের রেকর্ড গড়েছে এই জুটি। নিজেদের চিরাচরিত ছন্দে খেলেই সেঞ্চুরিও পেয়েছেন দুজনেই।
টুর্নামেন্টের শুরু থেকে বৃষ্টি প্রতিপক্ষের ভূমিকায় থাকলেও গত ম্যাচের আগের ক’দিনে দুটি দর্শনীয় ঘটনার সাক্ষী হয়েছে এই টুর্নামেন্ট। একটি ছিল পাকিস্তানের কাছে শীর্ষ র্যাংকিংয়ের দক্ষিণ আফ্রিকার পরাজয় ও অপরটি ভারতের ৩২১ রান তাড়া করে শ্রীলঙ্কার বিজয়। আর গতকালের কিউই বধের ঘটনা তো সোফিয়া গার্ডেনে ইতিহাস হয়ে থাকবে।
এখন নিউজিল্যান্ডের মত অস্ট্রেলিয়াকে স্বাগতিকরা বাড়ি পাঠাতে পারলেই সেমি ফাইনালে বাংলাদেশ। আপাতত সবার নজর সেদিকেই।
Comments