নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে পাচার ও নির্যাতনের অভিযোগ

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলের বিরুদ্ধে শ্রমিক পাচার ও বিনা বেতনে কাজ করতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের একজন সরকারি আইনজীবী এই তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত কূটনীতিক মোহাম্মদ শাহেদুল ইসলামের বিরুদ্ধে গৃহকর্মীকে বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। ছবি: প্রথম আলো

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলের বিরুদ্ধে শ্রমিক পাচার ও বিনা বেতনে কাজ করতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের একজন সরকারি আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

সেখানকার ডিসট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত কূটনীতিক মোহাম্মদ শাহেদুল ইসলামের সীমিত কূটনৈতিক দায়মুক্তি রয়েছে। কুইনসের সুপ্রিম কোর্টের বিচারক ডেনিয়েল লুইসের কাছে হাজিরার সময় তাকে তার পাসপোর্ট জমা দিতে বলা হয়।

ওই কূটনীতিকের বিরুদ্ধে বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করার পাশাপাশি গৃহকর্মীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

জামিনের জন্য তাকে ৫০ হাজার ডলার বন্ড অথবা ২৫ হাজার ডলার নগদ অর্থ জমা দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর পর্যন্ত সাজা হতে পারে তার।

অভিযোগে বলা হয়, শাহেদুল ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে পারিবারিক কাজে সহায়তার জন্য মোহাম্মদ আমিন নামের একজনকে বাংলাদেশ থেকে নিয়ে যান।

বিবৃতিতে বলা হয়, “আমিন নিউইয়র্কে পৌঁছানোর পর অভিযুক্ত ব্যক্তি তার পাসপোর্ট কেড়ে নিয়ে দিনে ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করে। আমিনের সাথে কাজের চুক্তিতে বেতনের কথা উল্লেখ থাকলেও তাকে কখনোই তা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Khaleda returns home after 6 days in hospital

Thousands of party activists, along with senior BNP leaders, are escorting Khaleda's convoy back to her Gulshan residence

33m ago