চলতি সপ্তাহের সেরা ছবির খবর

“ওয়ান্ডার ওম্যান” চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার

 

উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা চলতি সপ্তাহে বেশি আগ্রহ দেখাচ্ছেন “ওন্ডার ওম্যান”-এর প্রতি। ছবিটি গেল সপ্তাহে মুক্তি পেলেও এ সপ্তাহেও এর জয়জয়কার দেখা যাচ্ছে।

নারী-প্রধান “ওয়ান্ডার ওম্যান” মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আয় করেছে ৫৮ মিলিয়ন ডলারের বেশি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইসরাইলি মডেল-অভিনেত্রী গ্যাল গ্যাদত।

অন্যদিকে, টম ক্রুজের “দ্য মমি” এ সপ্তাহে মুক্তি পেলেও তেমন সুবিধা করতে পারেনি “ওয়ান্ডার ওম্যান”-এর কাছে।

এ সপ্তাহের উত্তর আমেরিকার বক্স অফিসের তালিকাটি নিচে তুলে ধরা হলো:

১. ওয়ান্ডার ওম্যান – আয়: ৫৮ মিলিয়ন ডলার (২ সপ্তাহ)

২. দ্য মমি – আয়: ৩১ মিলিয়ন ডলার (১ সপ্তাহ)

৩. ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফাস্ট এপিক মুভি – আয়: ১২ মিলিয়ন ডলার (২ সপ্তাহ)

৪. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেইলস – আয়: ১০.৭ মিলিয়ন ডলার (৩ সপ্তাহ)

৫. গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভল্যুম টু – আয়: ৬.৩ মিলিয়ন ডলার (৬ সপ্তাহ)

৬. ইট কামস এট নাইট – আয়: ৫.৯ মিলিয়ন ডলার (১ সপ্তাহ)

৭. বেওয়াচ – আয়: ৪.৬ মিলিয়ন ডলার (৩ সপ্তাহ)

৮. মেগান লেভি – আয়: ৩.৮ মিলিয়ন ডলার (১ সপ্তাহ)

৯. অ্যালিয়েন: কভেন্যান্ট – আয়: ১.৭ মিলিয়ন ডলার (৪ সপ্তাহ)

১০. এভরিথিং এভরিথিং – আয়: ১.৬ মিলিয়ন ডলার (৪ সপ্তাহ)

 

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

7h ago