ভারতেও ঈদের নামাজে সামিল লাখো মুসল্লি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যসহ বাংলাদেশের প্রতিবেশী ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মধ্য ও দক্ষিণ ভারতেও ঈদ উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে রাজ্যের প্রথম এবং বড় জামাত অনুষ্ঠিত হয় ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায়।
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ঘেঁষা রেডরোড ছাড়াও চিৎপুর, খিদিরপুর, শ্যামবাজার, বেহালা, উত্তর এবং দক্ষিণ কলকাতার বেশকিছু জায়গায় সরকারি ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কলকাতার বাইরে শহরতলী হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সহ রাজ্যটির ২৩ জেলা ১২০টি স্থানে এবার ঈদের জামাতে লাখো মানুষ শরিক হয়েছেন।
রাজ্য জুড়ে ঈদের দিন আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা নিতে দেখা গেছে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে রেডরোডের ঈদ জামাতে গিয়ে প্রতি বছরের মতো এদিনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মমতা বলেন, “সবাই এক হয়ে থাকুন। দেখবেন কোনও অপশক্তি আমাদের মধ্যে কোনও বিভেদ তৈরি করতে পারবে না।”
কলকাতার রেডরোডের ঈদ জামাতের ভারতের অন্যতম বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ। একসঙ্গে এখানে আড়াই লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন।
প্রতিবছরের মতো এবারও এখানে বহু বাংলাদেশি পর্যটককে পাওয়া গেছে। নানা কারণে কলকাতায় এসে বাংলাদেশে ফিরতে না পারায় তাঁরা ঐতিহাসিক রেডরোডের ঈদ জামাতে শরিক হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।
পুরুষের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় প্রতি বছরের মতো এবারও রেডরোডের জামাতে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এদিন প্রায় দশ হাজার নারী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন।
Comments