গুজবেই বরং কষ্ট পাচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

এ বছর ৪ অক্টোবর ৮৫ বছর অতিক্রম করে ৮৬ তে পা দেবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। “কে তুমি আমারে দেখো”, “তুমি না হয় রাখিতে কাছে”, “ঝিকিমিকি তাঁরা”, “ওগো মোর গীতিময়” কিংবা “তীর বেঁধা পাখি” - গানের মতো অসংখ্য গান গেয়ে আজও বাঙালির মনে-অস্তিত্বে মিশে আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
sandhya mukherjee
সংগীতশল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

এ বছর ৪ অক্টোবর ৮৫ বছর অতিক্রম করে ৮৬ তে পা দেবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। “কে তুমি আমারে দেখো”, “তুমি না হয় রাখিতে কাছে”, “ঝিকিমিকি তাঁরা”, “ওগো মোর গীতিময়” কিংবা “তীর বেঁধা পাখি” - গানের মতো অসংখ্য গান গেয়ে আজও বাঙালির মনে-অস্তিত্বে মিশে আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

বর্ষীয়ান এই সংগীতশিল্পী দক্ষিণ কলকাতার অভিজাত লেক গার্ডেনস এর বাড়িতে সুস্থ এবং বেশ ভালো শরীরেরই ঘরকন্নায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। সরকারি অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করা ছাড়া তাঁকে খুব একটা বাইরে দেখা যায়নি সম্প্রতি।

ভারতের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মানাসহ বহু পুরস্কার রয়েছে সন্ধ্যার অর্জনের ঝুলিতে।

কিন্তু, কদিন ধরে তাঁর মন ভীষণ খারাপ, মোবাইলের বদৌলতে বাড়ির ল্যান্ডফোনের শব্দ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।

সময়ের প্রয়োজনে ৮৫ বছরের এই সংগীতজ্ঞকে হাতে মোবাইল নম্বর নিতে হয়েছে। কিন্তু, সেই নম্বর অনেকেরই জানা নেই। তা হলে কি হবে? সরকারি বিভিন্ন ফোন ইনডেস্কে তো জ্বলজ্বল করে তাঁর বাড়ির দুই চার সিরিজের আট ডিজিটের ল্যান্ডফোন নম্বরটি। গত কদিন ধরে অনবরত সেই ফোন বেজে চলছে। সবার একই জিজ্ঞাসা - কেমন আছেন সন্ধ্যাদি? ফেসবুকে একটি খবর দেখলাম! ফেসবুকে একজন শোক প্রকাশ করে পোস্ট করেছে, পড়লাম! পাড়ার চায়ের দোকানে আলোচনা হচ্ছিল শুনলাম!

সন্ধ্যা মুখোপাধ্যায়ের উত্তর, আমি তো ভালোই ছিলাম। কিন্তু এসব শুনে খুবই কষ্ট লাগছে। আমি তো কারও কোনও উপকার ছাড়া ক্ষতি করিনি, তবে কেন এমন খবর ছড়ানো হচ্ছে - উল্টো ফোনে প্রশ্ন করছেন গীতশ্রী।

স্বপন মুখোপাধ্যায় প্রখ্যাত সংগীতশিল্পীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব সামলাচ্ছেন প্রায় চার দশক। ব্যথিত তিনিও। বললেন, “এটা কোনও কথা হতে পারে। বলুন তো… ফেসবুকে কেউ কেউ শোক জ্ঞাপনও করে দিচ্ছেন। কোনও কিছু না জেনে এভাবে দিদিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অথচ দিদি সুস্থ এবং বেশ ভালোই আছেন।”

“নতুন শিল্পীরা যাঁরা ভালো গান গাইছেন, তাঁরা কোনও পুরস্কার পেলে আগ বাড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই ফোন করে তাঁদেরকে অভিনন্দন জানান। কোনও সাত-পাঁচে নেই তিনি। এরপর কেন একটি মহল থেকে এমন গুজব রটানো হচ্ছে সেটা তিনি ভেবেই পাচ্ছেন না,” বলে যোগ করেন স্বপন।

লেক থানায় এই গুজব নিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বপন আরও বলেন, “অভিযোগ পেয়ে থানার পুলিশ দিদির বাড়িও গিয়েছিল। এই গুজব নিয়ে দিদির ভক্তদের তরফ থেকেও তীব্র প্রতিবাদ উঠছে।”

Comments

The Daily Star  | English

Interest payments surpass Tk 100,000cr for first time

The government’s interest payments against foreign loans surged 24.5 percent in fiscal year 2023-24, exceeding the Tk 100,000 crore mark for the first time in history, thanks to higher borrowing costs for loans from both domestic and foreign sources.

13h ago