লংগদুতে যৌথ অভিযানে একে-৪৭ উদ্ধার
রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে দুটি একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
পুলিশের সাথে বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয়। কিছুদিন আগে এই উপজেলাটিতেই আদিবাসীদের ওপর বাঙালি সেটেলারদের হামলার ঘটনা ঘটেছিল।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে’ অভিযানটি পরিচালনা করা হয়েছে।
উপজেলার গোলাছড়ি এলাকায় অভিযানে একে-৪৭ এর পাশাপাশি সেনাবাহিনীর সাতটি পোশাক, দুটি চাইনিজ রাইফেল, চারটি ম্যাগাজিন ও ১২৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।
Comments