অস্কার আসরে ভারতীয় তারার মেলা

Oscar-awards

বলিউডের এক ঝাঁক তারকার দেখা মিলবে আগামী বছরের অস্কার আসরে। বাৎসরিক এই আসরের আয়োজক সংস্থা দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এর সদস্য হওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় অভিনেতা, পরিচালক ও লেখকদের।

বিশ্বের মোট ৭৪৪ জন সেলেব্রিটিকে অ্যাকাডেমির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় ভারত থেকে অভিনেতাদের মধ্যে রয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, প্রিয়াংকা চোপড়া, ইরফান খান, দীপিকা পাড়ুকোন এবং ঐশ্বরিয়া রাইকে।

ভারতের চিত্র পরিচালকদের মধ্যে রয়েছেন মৃণাল সেন ও গৌতম ঘোষ এবং প্রামাণ্যচিত্র নির্মাতাদের মধ্যে রয়েছেন আনন্দ পটবর্ধণ।

দেশটির লেখকদের মধ্যে রয়েছেন সুনি তারাপোরেবালা এবং বুদ্ধদেব দাশগুপ্ত।

কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাকাডেমির সদস্য হওয়ার জন্যে।

এছাড়াও, এ তালিকায় রয়েছে “স্লামডগ মিলিয়নিয়ার”, “পিকে” এবং “কাবিল”-খ্যাত সাউন্ড ডিজাইনার অমিত প্রিতম দত্তের নাম।

 

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams

This marks a 14.59 percentage point drop from last year

Now