ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সালমা হায়েক

Salma Hayek
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে স্বামী ফ্রাঙ্কো-হেনরি পিনাল্টের সঙ্গে অভিনেত্রী সালমা হায়েক। ছবি: এএফপি

সম্প্রতি একটি খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেক্সিকান-লেবানিজ অভিনেত্রী সালমা হায়েক। খবরটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।

তবে ট্রাম্পের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বেশ বিপাকে পড়েছিলেন এই অভিনেত্রী। বাজফিড নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস ২ জুলাই জানায়, গত নির্বাচনে সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটনের সমর্থক সালমা হায়েককে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন সালমা অতো পরিচিত ছিলেন না এবং অন্য একজনের সঙ্গে বন্ধুত্ব ছিলো তাঁর।

কিন্তু, যখন সালমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন প্রতিশোধ হিসেবে ট্রাম্প ট্যাবলয়েড পত্রিকা “ন্যাশনাল এনকোয়ার”-এ অভিনেত্রীর বিরুদ্ধে একটি নিবন্ধ ছেপে দেন।

সালমার মন্তব্য, যেসব নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তিনি তাঁদেরকে বিশ্বাস করেন।

“ডেসপেরাডো”-খ্যাত এই অভিনেত্রী বলেন, “ট্রাম্পের সঙ্গে যখন আমার কথা হয়, তখন অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিলো। তখন ট্রাম্প আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব করে আমার বাসার ফোন নম্বর জেনে নেন।”

তিনি আরও বলেন, “ট্রাম্প আমাকে ফোন করে ডেটিংয়ের জন্যে আমন্ত্রণ জানান।”

“আমি তাঁর প্রস্তাব প্রত্যাখান করি এবং বলি যে কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও আমি তাঁর সঙ্গে দেখা করবো না। এতে তিনি খুব বিরক্ত হন।”

এরপর, “ন্যাশনাল এনকোয়ার”-এ সালমার বিরুদ্ধে একটি রিপোর্ট বের হয় বলেও তিনি উল্লেখ করেন।

এতেই ক্ষান্ত হননি ট্রাম্প, লেখাটি ছাপা হওয়ার পর তিনি সালমার ফোনে এ বিষয়ে একটি বার্তাও পাঠিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

1h ago