কলকাতায় চাঁদা চেয়ে নেতাজির পরিবারকে হুমকি

চাঁদাবাজদের হুমকির মুখে পড়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা সুভাষচন্দ্র বসুর পরিবার। কলকাতার শরৎ বসু রোডের নেতাজির ভাই শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু এবং অধ্যাপক সুগত বসুর বাড়ির সংস্কার কাজ চলছে। সেই কাজে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চাঁদা চেয়ে তাঁদের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাজি পরিবারের সদস্য তৃণমূলের সাংসদ সুগত বসু।
Netaji Bhawan
নেতাজী ভবন: ছবি: সংগৃহীত

চাঁদাবাজদের হুমকির মুখে পড়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা সুভাষচন্দ্র বসুর পরিবার। কলকাতার শরৎ বসু রোডের নেতাজির ভাই শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু এবং অধ্যাপক সুগত বসুর বাড়ির সংস্কার কাজ চলছে। সেই কাজে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চাঁদা চেয়ে তাঁদের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাজি পরিবারের সদস্য তৃণমূলের সাংসদ সুগত বসু।

এই ঘটনায় কলকাতার পুলিশ ছয়জন সন্দেহভাজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু একজন প্রাক্তন সাংসদ এবং তাঁর ছেলে সুগত বসু একজন শিক্ষাবিদ এবং তৃণমূলের নির্বাচিত সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ এবং নেতাজি পরিবারের সদস্য হলেও অভিযোগ উঠছে, শাসক দলেরই এক শ্রেণির সিন্ডিকেটের দুষ্কৃতিকারীরাই এই হুমকির ঘটনা ঘটিয়েছে। আর তাই এ নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়েছে বিভিন্ন মহলে।

কলকাতার যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ) বিশাল গর্গ জানিয়েছেন, “সুগত বসুর কাছ থেকে অভিযোগ পেয়ে হুমকিদাতাদের গ্রেফতার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু এবং বর্তমান সাংসদ সুগত বসু সাংবাদিকদের কোনও মন্তব্য করেননি।”

তবে নেতাজি পরিবার সূত্রে জানা গেছে, কলকাতার ৯০ নম্বর শরৎ বসু রোডের দোতলা বাড়িতেই নেতাজির ভাই শিশির বসুর পরিবার থাকে। সেখানেই তাঁর স্ত্রী কৃষ্ণা বসু সোমবার সকালে পত্রিকা পড়ছিলেন। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক ওই বাড়িতে ঢুকে বাড়ির নির্মাণ কাজের জন্য সিমেন্ট, বালুসহ প্রয়োজনীয় জিনিসপত্র তারাই সরবরাহ করবে বলে দাবি করে। কৃষ্ণা বসুকে হুমকির সুরে এই দাবি করছিল ওই যুবকরা। হুমকি শুনে পাশের ঘর থেকে তাঁর ছেলে শিক্ষাবিদ ও সাংসদ সুগত বসু ছুটে আসেন। সাংসদকে দেখে দ্রুত বাড়ি থেকে চলে যায় অচেনা যুবকেরা। বিষয়টি ওই সময়ের মতো মিটে গেলেও দুপুরের দিকে দুষ্কৃতিকারীরা ফের দলবল নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। অভিযোগ করা হচ্ছে, ওই সময় যুবকেরা খারাপ ভাষায় হুমকিও দেয়।

গোটা বিষয়টি জানিয়ে কলকাতা পুলিশের সদর দফতরে লিখিত অভিযোগ করেন সাংসদ সুগত বসু। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও কিছুটা বিব্রত। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নজরে আনা হয়েছে। নেতাজি পরিবারের ওপর এই ধরণের ঘটনায় ঘনিষ্ঠ মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। ব্যক্তিগতভাবে কৃষ্ণা বসুর সঙ্গে মমতা ব্যানার্জির খুব ভালো সম্পর্ক রয়েছে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago