বয়লার বিস্ফোরণ: নিহত ৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

গাজীপুরের কাশিমপুর এলাকায় মাল্টিফ্যাবস নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। স্টার ফাইল ফটো

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় নিহত তিনজনকে আসামী করা হয়েছে। গতকালের ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ গতকাল রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন বলে প্রথম আলোর খবরে জানানো হয়। এই মামলায় যে তিনজন বয়লার অপারেটরের নাম উল্লেখ করা হয়েছে—আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনজুরুল হক তারা সবাই বিস্ফোরণে নিহত হয়েছেন।

নিহত তিনজন বাদেও মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বয়লারটি ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও ওই তিন অপারেটর সেটি চালু করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাদের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এ কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আসামি করা হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago