ছবিতে ঢাকার বৃষ্টি, জনদুর্ভোগ

মতিঝিলে বুধবার সকাল থেকে রাস্তার ওপর পানি। এর ভেতর দিয়েই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছেন এক মা। ছবি: প্রবীর দাশ

গত রাত থেকে টানা বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিস গামী যাত্রী, স্কুল শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি চলছে।

মতিঝিলে নটরডেম কলেজের সামনের রাস্তায় বৃষ্টির পানি। ছবি: প্রবীর দাশ

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: রাজপথে পানিপথের যুদ্ধ!

ঢাকার মতিঝিল, পুরানা পল্টন, ফকিরাপুল, আরামবাগ ও রাজারবাগ এলাকার অনেক রাস্তা পানির নিচে চলে যাওয়ায় জনভোগান্তি তৈরি হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তাও ডুবে রয়েছে হাঁটুপানিতে। ছবি: প্রবীর দাশ
বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা। পানি মাড়িয়ে চলেছে দুই স্কুলছাত্র। ছবি: প্রবীর দাশ
নারায়ণগঞ্জের ফতুল্লাতেও রাস্তায় উঠেছে পানি। তার ভেতর দিয়েই নবজাতককে কোলে নিয়ে চলেছেন এক বাবা। ছবি: রাশেদ সুমন
হাঁটুপানিতে স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ছবিটি তুলেছেন রাশেদ সুমন।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

21m ago