ফুটবলের ৮ তারকাকে নিয়ে পাকিস্তানে রোনালদিনহো

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। ছবি: এএফপি

ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার রোনালদিনহো ফুটবল জগতের আট মহা তারকাকে নিয়ে পাকিস্তানে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন। ক্রিকেট পাগল দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এই সপ্তাহান্তে করাচি ও লাহোরে তাঁরা মাঠে নামবেন।

সম্প্রতি বার্সেলোনা থেকে অবসরে যাওয়া রোনালদিনহো নিজেই ‘রোনালদিনহো এন্ড ফ্রেন্ডস’ গ্রুপটির নেতৃত্ব দিবেন। শনিবার করাচিতে ও পরদিন লাহোরে এই ম্যাচদুটি অনুষ্ঠিত হবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রায়ান গিগস, ব্রাজিলীয় তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস, ডাচ তারকা জর্জ বোয়াটেং, সাবেক ফরাসি তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা এবং পর্তুগিজ তারকা লুইস বোয়া মোর্তে এই দলে থাকবেন।

ফুটবলের প্রতি তরুণদের আকর্ষণ বাড়াতে দুই বারের বর্ষসেরার খেতাব পাওয়া রোনালদিনহো (৩৭) এই গুডউইল মিশনে নেমেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago