রণবীরই হচ্ছেন কপিল দেব, অর্জুন নয়

ranveer singh
অভিনেতা রণবীর সিং। ছবি: সংগৃহীত

ভারতের ইতিহাসে এক স্মরণীয় নাম কপিল দেব। ১৯৮৩ সালে বিশ্ব ক্রিকেটের শিরোপা উঠেছিল এই ব্যক্তির হাতে। প্রাতঃস্মরণীয় এই মানুষটির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন পরিচালক কবির খান।

প্রথমে খবর বের হয়েছিলো কপিল দেবের চরিত্রে দেখা যাবে “ইশাকজাদেহ” ছবির নায়ক অর্জুন কাপুরকে। কিন্তু, সম্প্রতি প্রকাশিত খবরে জানা যায় কপিল দেবের চরিত্রে অর্জুন নয় দেখা যাবে “বাজিরাও মাস্তানি”-র রণবীর সিং-কে।

রণবীরের ক্রিকেট প্রীতির খবরও কারো অজানা নয়। কেননা, গত জুনে বার্মিংহামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিলো রণবীরকে।

উল্লেখ, অনুরাগ কাশ্যপ প্রযোজিত কপিল দেবের জীবনীচিত্রের শুটিং শুরু হবে আগামী বছর।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments