সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

Khaled Ahmad Litu
আজ সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রলীগ কর্মী খালেদ আহমেদ লিটু। ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আজ (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় নিহত খালেদ আহমেদ লিটু (২৩) জেলা ছাত্রলীগের একজন কর্মী।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, আজ সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।

এক পক্ষের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের নেতা পাভেল মাহমুদ এবং অপর পক্ষের নেতৃত্ব দেন উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম পল্লব।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই গোলাগুলি করে। এক পর্যায়ে পাভেলের সমর্থক লিটুর মাথায় গুলি লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশের বরাত দিয়ে আমাদের সিলেট সংবাদদাতা জানান, মাথায় গুলি লাগার সময় লিটু কলেজের একটি শ্রেণিকক্ষের ভেতরে অবস্থান করছিলেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী নিহত লিটুকে ছাত্রলীগের একজন কর্মী এবং পাভেলের সমর্থক বলে জানান।

খবর পেয়ে পুলিশ লিটুর মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এছাড়াও, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে উল্লেখ করেন সুজ্ঞান চাকমা।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

27m ago