সমালোচকদের নজর কাড়ছে ক্রিস্টোফার নোল্যানের ‘ডানকারক’

Dunkirk movie
“ডানকারক” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মনে পড়ে কি ২০১০ সালের বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক “ইনসেপসন” চলচ্চিত্রটির কথা? ১৬০ মিলিয়নের এই ছবিটি আয় করেছিলো ৮২৫ মিলিয়ন ডলার। অথবা, “দ্য ডার্ক নাইট” – ১৮৫ মিলিয়ন ডলারের এই ছবিটি ব্যবসা করেছিলো এক বিলিয়ন ডলারেরও ওপরে।

এই ছবি দুটোর পরিচালক ক্রিস্টোফার নোল্যান। সিনেমার ইতিহাসে তিনি হলেন সবচেয়ে বেশি আয়ের পরিচালক। তাই নোল্যানের নতুন ছবির প্রতি প্রখর দৃষ্টি চলচ্চিত্র সমালোচকদের।

গত ১৩ জুলাই লন্ডনে ক্রিস্টোফার নোল্যান পরিচালিত “ডানকারক”-এর বিশ্বমুক্তি হওয়ার পর থেকেই বিশ্ব মিডিয়ায় ছবিটি নিয়ে ভূয়সী প্রশংসা করতে থাকেন চলচ্চিত্র সমালোচকরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির চিত্রনাট্য নোল্যান নিজেই লিখেছেন। জল-স্থল-অন্তরীক্ষ এই তিনটি ডাইমেনশন থেকে ঐতিহাসিক “ডানকারক ত্যাগ”-এর দৃশ্য ধারণ করা হয়েছে। ১৯৪০ সালে জার্মানির আক্রমণের মুখে মিত্রশক্তির ফরাসি বন্দর ডানকারক ত্যাগের গল্প বলা হয়েছে এই ছবিটিতে। এখানে সংলাপ কম, তবে রয়েছে ঘটনার ঘনঘটা।

দ্য গার্ডিয়ান-এর পিটার ব্র্যাডশ লিখেছেন, “ছবিটি খুবই শক্তিশালী। চমৎকার এর গল্প-গাঁথুনি। যুদ্ধের ভয়াবহতার চেয়ে পরাজয়ের গ্লানিটাই বেশি উঠে এসেছে।”

ব্র্যাডশয়ের সঙ্গে একমত ইন্ডিওয়ার-এর ডেভিড এহরলিচ। তাঁর মতে, “পৃথিবীতে খুবই কম চলচ্চিত্র রয়েছে যেখানে এতো সুন্দর বর্ণনা পাওয়া যায়।… আমরা সবাই একা একা মরে যেতে পারি কিন্তু বাঁচতে পারি সমবেতভাবে – নোল্যান এই সাধারণ ভাবনাটিকে আমাদের সামনে অসাধারণভাবে তুলে ধরেছেন।”

শিকাগো ট্রিবিউন-এ মাইকেল ফিলিপস লিখেছেন, “জল-স্থল-অন্তরীক্ষের ঘটনাগুলো তিনি (নোল্যান) কিভাবে এক সুতোয় বাঁধলেন?... (পরিচালকের) প্রকৃত দক্ষতাই এখানে।”

এম্পায়ার-এ নিক ডি সেমলিয়েন লিখেছেন, “আজকের দিনের দর্শকদের কয়েক দশক অপেক্ষা করতে হয়েছিলো ‘স্টার ওয়ার’ সিরিজের ছবিগুলো দেখার জন্যে। এ ছবিগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবিগুলো থেকে অনুপ্রাণিত। সেদিনের ইংলিশ চ্যানেলের ফরাসি প্রান্তের প্রকৃত ঘটনাগুলো নোল্যান তাঁর চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন।”

এসবের সঙ্গে একমত টাইম আউট-এর ডেভ ক্যালহোন। তিনি লিখেছেন, “আর সব যুদ্ধের ছবি থেকে ক্রিস্টোফার নোল্যানের ছবিটি আলাদা।… নোল্যান চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন।”

দ্য হলিউড রিপোর্টার-এর টড ম্যাককার্থির মতে, “নোল্যানের ‘ডানকারক’ ছবিটি একটি ইম্প্রেশনিস্ট মাস্টারপিস।”

“ডানকারক”-এর অফিসিয়াল ট্রেইলার

Comments

The Daily Star  | English

Trump, Putin in Alaska to end Ukraine war

Donald Trump and Vladimir Putin flew to Alaska yesterday for a high-risk summit that promises a stern test of the US president’s promise to end the bloody war in Ukraine.

3h ago