মানব সেতুতে হাঁটা উপজেলা চেয়ারম্যানের জামিন বাতিল

chandpur haimcor chairman
গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল স্কুলের শিক্ষার্থীদের “মানব সেতু”-র ওপর দিয়ে হেঁটে যাওয়া চেয়ারম্যান নূর হোসেনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

“মানব সেতু”-তে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

নিম্ন আদালতের দেওয়া জামিনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি শহিদুল করিমের বেঞ্চ আজ এই রায় দেন।

গত ৩০ জানুয়ারি স্থানীয় নীলকমল স্কুলের শিক্ষার্থীরা “মানব সেতু” তৈরি করলে তার ওপর দিয়ে হেঁটে যান চেয়ারম্যান নূর হোসেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার মুখে পড়েন তিনি।

স্কুলের একজন ছাত্রের অভিভাবক আব্দুল কাদির গাজী চেয়ারম্যান নূরসহ পাঁচজনের বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের করেন। নূর হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাইকোর্ট চেয়ারম্যান নূরকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশও দিয়েছেন।

নূর হোসেনকে জামিন দেওয়ায় চাঁদপুরের শিশু আদালতের বিচারকের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে কিসের ভিত্তিতে এমন একটি মামলায় আসামিকে জামিন দেওয়া হলো তা দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago