‘দুয়ারে দুয়ারে ধরনা দিতে চাই না’

চিত্রাভিনেত্রী আনোয়ারা

জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ওই দিন থেকেই স্বামীর পাশেই রয়েছেন আনোয়ারা।

আনোয়ারা দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে বলেন, “আমার স্বামীর শরীরটা বেশ খারাপ। চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হচ্ছে। আরও অনেক টাকা লাগবে। আজকালকার চিকিৎসাতো খুবই ব্যয়বহুল। তাঁর জন্য কোনও সাহায্য চাইছি না। বিভিন্ন প্রযোজকের কাছে অনেক টাকা পাই। সেগুলো ফেরত পেলেই বিপদ সামলে নিতে পারবো। কিন্তু, তাঁদের কাছ থেকে কোন সাড়া পাচ্ছি না। অনুরোধ করবো আমাকে আমার পাওনা টাকা ফেরত দিন।”

তিনি আরও বলেন, “কারো নাম বলতে চাই না। সম্মান নষ্ট করে কিছু করতে চাই না। যাঁদের কাছে টাকা পাই তাঁরা নিশ্চয়ই জানেন। তাই অনুরোধ করছি সম্মান নষ্ট না করে টাকা ফেরত দিন। আমার বয়স হয়েছে। কারও দুয়ারে দুয়ারে হাত পেতে পাওনা ফেরত চাই না। আশা করছি, আমার পাওনাদার সেইসব প্রযোজকরা এরই মধ্যে সব জেনেছেন।”

আনোয়ারার নায়িকা হিসেবে প্রথম আবির্ভাব ১৯৬৭ সালে সৈয়দ আউয়াল ও শিবলী সাদিক পরিচালিত উর্দু ছবি “বালা”-তে। একই বছর মুক্তি পাওয়া খান আতাউর রহমান পরিচালিত “নবাব সিরাজউদ্দৌলা” ছবিতে অভিনয় ছিলো আনোয়ারার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। এ ছবিটিতে আলেয়া চরিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন। এরপর প্রায় ছয় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago