বান্দরবানে আবারো ভূমিধস: নিহত ১, নিখোঁজ ৪

landslide
এবছর ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিধসের ঘটনায় শতাধিক ব্যক্তির প্রাণহানি হয়। ছবি: স্টার ফাইল ফটো

বান্দরবানে আজকের ভূমিধসের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরো চারজন নিখোঁজ রয়েছেন। মৌসুমি বৃষ্টিপাতের ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল্লাহর বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা রুমা উপজেলার মং স্যু প্রু গ্রামে ভূমিধসের শিকার সিং মোয়া লা (১৯) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেন।

ওসি রফিকুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে, আমরা ধারণা করছি যে সেখানে চার থেকে পাঁচজন মাটি চাপা পড়ে থাকতে পারেন। প্রবল বর্ষণের ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।”

প্রু’র ভাই চ্যান ক্যয়া উ বলেন, “ভূমিধসের ফলে আমার দুই বোন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের একজনকে মৃত উদ্ধার করা হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে বান্দরবান-রুমা সড়কে বাইশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তখন সাত-আটজন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

গত মাসে ভারি বষর্ণের ফলে এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের বাস থেকে নেমে কিছু অংশ হেঁটে যেতে হয়।

একজন প্রত্যক্ষদর্শী সুমন বলেন, “আমি দেখলাম সাত-আটজন লোক রাস্তা পার হওয়ার সময় কাদা-মাটির একটি বড় টুকরো তাঁদের ওপর পড়ে।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

12h ago