চেন্নাইয়ের পথে সিদ্দিকুর
রাজধানীর তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নেওয়া হচ্ছে। গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাতটি কলেজের পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শাহবাগে ছাত্রবিক্ষোভে পুলিশি বাধার সময় সিদ্দিকুর চোখে আঘাত পান।
সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১০টার দিকে আগারগাঁও এর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সিদ্দিকুরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয়। দুপুর ১টায় তার ফ্লাইট।
নায়েব আলী জানান, ভাইয়ের সাথে তিনি ও একজন ডাক্তার চেন্নাই যাচ্ছেন। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় হাসপাতালে সিদ্দিকুরকে নেওয়া হবে। বিদায় জানাতে সিদ্দিকুরের কিছু বন্ধুও বিমানবন্দরে থাকবেন।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, সিদ্দিকুরের চিকিৎসার খরচ সরকার বহন করবে। আগামী শুক্রবার থেকে কিছু পরীক্ষানিরীক্ষার মাধ্যমে ভারতে তার চোখের চিকিৎসা শুরু হবে।
গত ২০ জুলাই শাহবাগে বিক্ষোভের একটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে সরাসরি ছাত্রদের দিকে তাক করে টিয়ারশেল ছুড়তে দেখা যায়। এই টিয়ারশেল সিদ্দিকুরের চোখে লাগলে সে সাথে সাথে রাস্তার ওপর পড়ে যায়।
সিদ্দিকুর তার ডান চোখে দেখতে পাচ্ছে না। ডাক্তাররা বলছেন সম্ভাবনা ক্ষীণ হলেও তার বাম চোখটি বেঁচে যেতে পারে। গত রবিবার ব্যান্ডেজ সরানোর পর এই চোখটি আলোতে সাড়া দিয়েছিল।
তিন সদস্যের একটি কমিটি ঘটনাটি তদন্ত করছেন। এই কমিটি সন্তোষজনক ফলাফল প্রদানে ব্যর্থ হলে আরেকটি কমিটি গঠন করা হবে।
Comments