এ বছরেই বাংলাদেশ থেকে ৩,০০০ শ্রমিক নিবে সৌদি আরব

Golam Mosi
গত ২৬ জুলাই সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ দেশটির বিভিন্ন জনশক্তি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। ছবি: সৌদি আরবে বাংলাদেশ মিশনের সৌজন্যে

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব বাংলাদেশ থেকে এ বছরেই তিন হাজার শ্রমিক নিবে বলে জানিয়েছে দেশটির একটি শীর্ষ জনশক্তি আমদানিকারক প্রতিষ্ঠান।

ইস্টার্ন রিক্রুটমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল সুলাইম গতকাল রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে এমন আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২৭ জুলাই) জানানো হয়।

বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে সুলাইম বলেন, ২০১৭ সালের মধ্যেই আরও তিন হাজার শ্রমিক নেওয়া হবে।

এরপর, রাষ্ট্রদূত মসীহ দেশটির বিভিন্ন জনশক্তি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে পৃথক একটি বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি তাঁদেরকে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত দক্ষ শ্রমিক সৃষ্টির লক্ষে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ সরকার শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

54m ago