আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠানে বিরাট কোহলির ব্যাট

শদীহ আফ্রিদির দাতব্য ফাউন্ডেশনে বিরাট কোহলির স্বাক্ষর করা ব্যাট। ছবিটি টুইটারে প্রকাশ করেছেন আফ্রিদি।

পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠানে স্বাক্ষর করে নিজের একটি ব্যাট পাঠিয়েছেন বিরাট কোহলি। সুবিধাবঞ্চিত ও দুর্যোগ কবলিতদের সহায়তায় কাজ করে ‘দ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’।

ব্যাটটি বিক্রি করে অর্থ সংগ্রহের জন্য বিরাট কোহলি এই উপহার পাঠিয়েছেন। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রাপ্তি স্বীকার করে কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করেননি তিনি। সাথে সাথে টুইটারেই ধন্যবাদের প্রত্যুত্তর দিয়েছেন শ্রীলঙ্কায় থাকা ভারতের অধিনায়ক। তিন টেস্টের সিরিজ খেলতে এখন সেখানে রয়েছেন কোহলিরা।

 

আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠানে এর আগেও ভারতীয় দলের পক্ষ থেকে উপহার পাঠানো হয়েছে। গত এপ্রিলে আফ্রিদি অবসর নেওয়ার সময় বিরাট কোহলির একটি শার্টে ভারতীয় দলের সবাই স্বাক্ষর করে পাঠিয়েছিলেন। লন্ডনে এক নিলামে এই শার্টটি তিন লাখ রুপিতে বিক্রি হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Comments