দুবাইয়ে বহুতল ভবনে আগুন
দুবাইয়ের “দ্য টর্চ” নামের একটি বহুতল ভবনে দ্বিতীয়বারের মতো আগুন লাগার ঘটনা ঘটেছে আজ (৪ আগস্ট) ভোরে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানায়, এই বহুতল ভবনটি বিশ্বের অন্যতম উঁচু আবাসিক ভবন। এর ওপরের তলাগুলোতে আগুন লেগেছে।
এর আগে ২০১৫ সালে আগুন লাগায় এর লাক্সারি ফ্লাটগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সে সময় ভবনের পাশের মারিনা এলাকা থেকেও লোকজনদের সরিয়ে নিতে হয়েছিলো।
দুবাই সিভিল ডিফেন্স থেকে প্রকাশিত ছবিতে আগুন নিভিয়ে ফেলার দৃশ্য দেখা যায়। সেসব ছবিতে ভবনের নিচের তলাগুলোতে আলো জ্বলতে দেখা গেলেও এর মাঝের ও উপরের তলাগুলো পুড়ে যাওয়ার দৃশ্য স্পষ্ট হয়ে উঠে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে আধুনিক শহর দুবাইয়ে আগুন সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে কঠোর নিয়ম চালু করা হয়।
২০১৫ সালে নববর্ষ উদযাপনের প্রাক্কালে অপর একটি লাক্সারি হোটেলে আগুন লাগায় ১৬ জন আহত হয়েছিলেন। সেই বছর নভেম্বরে দুবাই শহরের কেন্দ্রে অবস্থিত তিনটি আবাসিক এলাকায় আগুন লাগার ফলে মেট্রো রেলের একটি লাইন বন্ধ রাখতে হয়েছিলো। তবে সে ঘটনায় কেউ আহত হননি।
Comments