আসছে ‘মাইকেল জ্যাকসন’স থ্রিলার থ্রিডি’

দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের শেষে মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের “থ্রিলার” ভিডিও গানের থ্রিডি সংস্করণ।
Michael Jackson's Thriller 3D
“মাইকেল জ্যাকসন’স থ্রিলার থ্রিডি” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: রোলিং স্টোন

দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের শেষে মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের “থ্রিলার” ভিডিও গানের থ্রিডি সংস্করণ।

এ মাসের শেষে শুরু হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে বহুল আলোচিত “মাইকেল জ্যাকসন’স থ্রিলার থ্রিডি” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর বোনাস হিসেবে দেখানো হবে “মেকিং অব মাইকেল জ্যাকসন’স থ্রিলার” প্রামাণ্যচিত্রটি।

“থ্রিলার থ্রিডি”-র পরিচালক জন ল্যান্ডিসের মন্তব্য, ১৪ মিনিটের এই ছবিটিতে দর্শকদের জন্যে রয়েছে “অনেক অসাধারণ দৃশ্য”।

এক বার্তায় তিনি বলেন, “আমি খুশি এ কারণে যে আমি মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’-কে শুধু পুনর্জীবিত করিনি, আমি একে আরও সম্প্রসারিত করেছি। আমরা প্রযুক্তির সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং এর দৃশ্য ও শব্দগুলোকে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি এখানে সৃজনশীলতার সঙ্গে থ্রিডি ব্যবহার করেছি।”

উল্লেখ্য, ১৯৮৩ সালে লস অ্যাঞ্জেলেসে মাইকেল জ্যাকসনের “থ্রিলার” ভিএইচএস সংস্করণ প্রকাশিত হওয়ার তিন সপ্তাহের মাথায় সব বিক্রি হয়ে যায়। ১৯৯০ সালে এর পুনঃপ্রকাশ বন্ধ করে দিলে তা আর বাজারে দেখা যায়নি।

তথ্যসূত্র: রোলিং স্টোন

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago