হজ ফ্লাইট বাতিলে বিমানের ৪০ কোটি টাকা ক্ষতি: এমডি

Biman Bangladesh Airlines

চলতি বছরে হজ ফ্লাইট বাতিলের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএম মোসাদ্দেক আহমেদ।

আজ (৯ আগস্ট) রাজধানীর বলাকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বিমানের ১৯টি ফ্লাইট বাতিল হওয়ায় রাষ্ট্র ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, “এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনগুলোতে হজ ফ্লাইটের অবস্থা আরও শোচনীয় হবে।”

এই সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তাঁর মতে, বিমান বাংলাদেশ সৌদি আরব কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত ১৪টি ফ্লাইট চালানোর অনুমতি নিয়েছে। তবে বাস্তবতার নিরিখে বলা যায়, এগুলোর মধ্যে সাতটি ফ্লাইট চালানো সম্ভব হবে।

মোসাদ্দেক আহমেদ বলেন, “হজ ফ্লাইট নিয়ে এমন সমস্যা বিশ্বে আর কোথাও দেখিনি।”

এদিকে, বিমানের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা তাসনিম আখতার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ইতোমধ্যে যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago