ছবির খবর: এ সপ্তাহের বক্স অফিসে সেরা ১০

The Dark Tower
“দ্য ডার্ক টাওয়ার” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গত দুই সপ্তাহ থেকে উত্তর আমেরিকার বক্স অফিসে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পরিচালক নিকোলাজ আরসেলের “দ্য ডার্ক টাওয়ার”। বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক এ ছবিটি ৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকে চলচ্চিত্র বোদ্ধাদের বিরূপ সমালোচনার মুখে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের এখনো সমাদৃত এ ছবিটি।

বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে গত ২১ জুলাই মুক্তি পাওয়া “ডানকারক”। পরিচালক ক্রিস্টোফার নোল্যানের দ্বিতীয় মহাযুদ্ধ-ভিত্তিক এ মহাকাব্যটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, তৃতীয় অবস্থানে রয়েছে শিশুদের জন্যে নির্মিত অ্যানিমেটেড কমেডি “দ্য ইমোজি মুভি” এবং চতুর্থ অবস্থানে রয়েছে ম্যালকম ডি লির কমেডি ছবি “গার্লস ট্রিপ”। বক্স অফিসে পঞ্চম অবস্থানে রয়েছে হ্যালি বেরি অভিনীত থ্রিলারধর্মী ছবি “কিডন্যাপ”।

বক্স অফিসে বাকি সেরা পাঁচটি চলচ্চিত্র হলো যথাক্রমে: সুপারহিরো-ভিত্তিক ছবি “স্পাইডার-ম্যান: হোমকামিং”, অ্যাকশন স্পাই থ্রিলার “অ্যাটোমিক ব্লন্ডে”, ক্রাইম মুভি “ডেট্রিয়ট”, বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক ছবি “ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস” এবং অ্যানিমেটেড কমেডি “ডিসপিকেবল মি থ্রি”।

তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago