‘টেস্ট অনেক বেশি কঠিন’

তাসকিন আহমেদ

উপমহাদেশের পিচগুলোতে সব সময়ই স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। পেসারদের প্রায়ই উইকেট খরায় ভুগতে হয় এই পিচগুলোতে। বিষয়টি মানছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদও। তবে রিভার্স সুইং অথবা ভেরিয়েশনের বিবেচনায় অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন বাংলাদেশি এই গতিতারকা।

পেস বোলিংয়ে কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও টাইগারদের মোটেই খাটো করে দেখতে রাজি নন তাসকিন। তার মতে বাংলাদেশি পেসাররাও অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। যেকোনো দলের বিপক্ষে যে কোনো কন্ডিশনেই তারা বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারেন।

তিন বছর সীমিত ওভারের ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হয়েছিল তাসকিনের। ক্যারিয়ারে চার টেস্টে সাত উইকেট নেওয়ার পর এখন তার উপলব্ধি সীমিত ওভারের চেয়ে টেস্ট অনেক বেশি কঠিন। সেই কঠিনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রস্তুত হওয়ার কথা জানালেন তিনি।

গতকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “খুব বেশি টেস্ট খেলিনি আমি। সীমিত ওভারের তুলনায় টেস্ট অনেক বেশি কঠিন, এখন পর্যন্ত এটাই আমার উপলব্ধি। আগে শুধু ওডিআই আর টি-টোয়েন্টি খেলতাম। কিন্তু এখন আমি টেস্টও খেলছি। এই ফরম্যাটে পরিকল্পনামত বল করতে হয়। আমার আশা অবস্থা বুঝে বল করতে পারবো আমি। নিউজিল্যান্ডে বোলিং করে আনন্দ পেয়েছি। কিন্তু শ্রীলঙ্কার অবস্থাটা অন্যরকম ছিল। আবার দেশের মাটিতে কখনও টেস্ট খেলিনি আমি। আমার মনে হয় এর জন্য প্রচুর ধৈর্য ও দক্ষতার দরকার হয়।”

খেলাটা যেখানেই হোক অনুশীলনই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথা মানছেন তাসকিন। তিনি বলেন, “রিভার্স সুইং ও ভেরিয়েশনের দিক থেকেও আমরা অনেক উন্নতি করেছি। সুইং ও রিভার্স সুইং দুটো নিয়েই কাজ করছি আমরা। আমার আশা আগে যা করতে পারিনি এবার আমরা তা করে দেখাবো।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

2h ago