সবচেয়ে দামি অভিনেতা মার্ক ওয়ালবার্গ, অভিনেত্রী এমা স্টোন

Mark Wahlberg and Emma Stone
ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৭ সালের সবচেয়ে দামি অভিনেতা মার্ক ওয়ালবার্গ এবং দামি অভিনেত্রী ইমা স্টোন। ছবি: সংগৃহীত

“ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট”-এর অভিনেতা মার্ক ওয়ালবার্গ এখন বিশ্বের সবচেয়ে দামি নায়ক। তাঁর আয় ৬৮ মিলিয়ন ডলার। এদিকে, ২৬ মিলিয়ন ডলার আয় নিয়ে “লা লা ল্যান্ড”-এর এমা স্টোন হয়েছেন সবচেয়ে দামি অভিনেত্রী।

ফোর্বস ম্যাগাজিনের ২০১৭ সালের দামি অভিনেতার তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন “দ্য রক” ডোয়েন জনসন। তাঁর আয় ৬৫ মিলিয়ন ডলার। অভিনেত্রীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন “ব্রুস অলমাইটি”-খ্যাত জেনিফার অ্যাশটন। তাঁর আয় সাড়ে ২৫ মিলিয়ন ডলার।

সাড়ে ৫৪ মিলিয়ন ডলার আয় নিয়ে “ট্রিপল এক্স” সিরিজের নায়ক ভিন ডিজেল দামি অভিনেতার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। আর সাড়ে ২৫ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় দামি অভিনেত্রী হয়েছেন “হাঙ্গার গেমস” সিরিজের জেনিফার লরেন্স।

অভিনেতাদের এ তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে “বিগ ড্যাডি” অ্যাডাম স্যান্ডলার (আয় সাড়ে ৫০ মিলিয়ন ডলার) এবং “ড্রাগন লর্ড” জ্যাকি চ্যান (আয় ৪৯ মিলিয়ন ডলার)।

দামি অভিনেত্রীর তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে “সেন্ট ভিনসেন্ট” মেলিসা ম্যাকার্থি (আয় ১৮ মিলিয়ন ডলার) এবং “ব্লাক সোয়ান” মিলা কুনিস (আয় সাড়ে ১৫ মিলিয়ন ডলার)।

তবে, অস্কার বিজয়ী অভিনেত্রী এমা স্টোন সবচেয়ে বেশি আয়ের অভিনেত্রী হলেও তাঁর আয় অভিনেতাদের তালিকায় ১০ম স্থানে থাকা বলিউডের অক্ষয় কুমারের চেয়েও অনেক কম। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে “রুস্তম”-এর আয় সাড়ে ৩৫ মিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English

‘Father of the Nation’ a fascist tool to silence dissent: Nahid

In a Facebook post he wrote, "Sheikh Mujibur Rahman is not the Father of the Nation"

15m ago