বাজারে এলো নোট ৮, দাম কমলো এস ৮-এর

গ্যালাক্সি নোট ৮। ছবি: সংগৃহীত

এশিয়ার প্রযুক্তি মোঘল স্যামস্যাংয়ের নতুন গ্যালাক্সি নোট ৮ বাজারে এসেছে নতুন কলেবরে। তবে নতুন ডিজাইন, ডুয়েল ক্যামেরা এবং আপডেটেড এস পেন সমৃদ্ধ এই ফোন সেটটি দাম কমিয়ে দিয়েছে এস ৮ এর।

গতকাল (২৩ আগস্ট) নিউ ইয়র্কে নতুন পণ্যটির মোড়ক উন্মোচনের পর ক্রেতাদের আগ্রহ জন্মে নোট ৮ এর প্রতি। নতুন এই ফোন সেটে রয়েছে ৬.৩ ইঞ্চি বাঁকানো ডিসপ্লে, দ্রুততর প্রসেসর এবং নতুন এস পেন।

আরও রয়েছে পেছনের অংশে ডুয়েল-ল্যান্স ক্যামেরা, যা দিয়ে জুম করা যাবে এবং ছবিতে ডেপথ অব ফিল্ড ইফেক্ট পরিবর্তন করা যাবে।

এবারই প্রথম এমন উন্নততর ফটোগ্রাফিক প্রযুক্তি স্যামসাংয়ের কোনো স্মার্টফোনে ব্যবহার করা হলো।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নোট ৮ এ বছরের সেরা স্মার্টফোন। তবে, এ ফোনের আর্বিভাবে অস্বাভাবিক মাত্রায় দাম কমে গেছে গ্যালাক্সি এস ৮-এর। বিভিন্ন বিক্রয় কেন্দ্রে দেওয়া মূল্য ছাড়ের সঙ্গে যোগ দিয়েছে আমাজনও।

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

2h ago