সাকিবের যতো রেকর্ড

দেশের হয়ে ব্যাটে বলে অনেক রেকর্ডেরই চূড়াতে তিনি। আর যদি তাবৎ দুনিয়ার হিসেব নিয়ে তল্লাশি করা হয় সাকিব আল হাসানের নাম পাওয়া যায়ে অনেক তালিকায়। কীর্তি দিয়ে বহু খাতাতেই নাম উঠে গেছে তাঁর। সোমবার (২৮ আগস্ট) মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সব্যসাচী সাকিবের ঝুলি হয়েছে আরও হৃষ্টপুষ্ট। চোখ বুলিয়ে দেখে নেওয়া যায় সেরকম কিছু নমুনা।
Shakib Al Hasan celebrates Australia wicket
রেনশের উইকেট নেওয়ার পর সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

দেশের হয়ে ব্যাটে বলে অনেক রেকর্ডেরই চূড়াতে তিনি। আর যদি তাবৎ দুনিয়ার হিসেব নিয়ে তল্লাশি করা হয় সাকিব আল হাসানের নাম পাওয়া যায়ে অনেক তালিকায়। কীর্তি দিয়ে বহু খাতাতেই নাম উঠে গেছে তাঁর। সোমবার (২৮ আগস্ট) মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সব্যসাচী সাকিবের ঝুলি হয়েছে আরও হৃষ্টপুষ্ট। চোখ বুলিয়ে দেখে নেওয়া যায় সেরকম কিছু নমুনা।

- ৯ টেস্ট খেলা দেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি। এই তথ্য এরমধ্যে সবাই জেনে গেছেন। নতুন তথ্য হলো পাঁচ উইকেটের বৃত্তপূরণ সবচেয়ে দ্রুততম সাকিবই। এই মাইলফলকে পৌঁছাতে মুরালির লেগেছিলো ৬৬ টেস্ট, ডেইল স্টেইন ও রঙ্গণা হেরাথের সমান ৭৫ টেস্ট। সাকিব পেরিয়ে গেলেন ৫০ টেস্টেই।

- এই টেস্টে এরমধ্যে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছে, হাত ঘুরিয়ে তুলে ফেলেছেন পাঁচখানা উইকেট। একই টেস্টে এমন সব্যসাচী মুন্সিয়ানা সাকিব দেখালেন মোট আটবার। তারচেয়ে বেশি ১১বার এমন কীর্তি আছে কেবল ইংল্যান্ডের স্যার ইয়ান বোথামের।

-  ১৪০ বছরের টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনার এসেছেন বহু। তাদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড সাকিব উঠে এলেন চার নম্বরে। এই তালিকায় সবার উপরের নাম শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ৩১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। নিউ জিল্যান্ডের ড্যানিল ভেট্টোরি ২০ বার করে দেখিয়েছেন তা। সাকিবের ঠিক উপরে ১৭ বার করেছেন  সাবেক ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউড।  ১৬ বার ইনিংসে পাঁচউইকেট নেওয়া সাকিব আন্ডারউড আর ভেট্টোরিকে ছাড়িয়ে যেতে খুব বেশি সময় নেওয়ার কথা না। ফিটনেস থাকলে আরও অন্তত ৮ বছর খেলার ইচ্ছা তার। কে জানে হেরাথকে ছাপিয়ে সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারই হয়ে যেতে পারেন ক্যারিয়ার শেষে। 

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago