রাজশাহী ও রংপুরে সরাসরি ভারতীয় ভ্রমণ ভিসা
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা প্রাপ্তি আরো সহজ করা হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর ২০১৭ থেকে কোনো আগাম এপয়েন্টমেন্ট ছাড়াই রাজশাহী এবং রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) ভ্রমণ ভিসার জন্য সরাসরি আবেদন জমা নেওয়া হবে।
ভারতীয় দূতাবাস থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট জমা দেওয়ার প্রয়োজন হবে না। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী ও রংপুরে ভ্রমণ ভিসার আবেদনপত্র নেওয়া হবে।
ভ্রমণ ছাড়া অন্যান্য ক্যাটাগরির যেমন মেডিকেল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেওয়া যাবে। সেই সাথে প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
৯ জুলাই ২০১৭ থেকে চট্টগ্রামে ভারত ভ্রমণের ভিসা সহজীকরণের এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হয়। এখন রাজশাহী ও রংপুর আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হচ্ছে।
ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments