লিওনার্দোর সঙ্গে ‘সম্পর্কের’ গুঞ্জন নিয়ে যা বললেন কেট

Kate Winslet and Leonardo DiCaprio
ফরাসি শহর সেন্ট ট্রোপেজে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট। ছবি: সংগৃহীত

এক মাস আগে অস্কার বিজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটকে দেখা গিয়েছিলো তাঁর সহ-শিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও-র সঙ্গে “ডেটিং” করতে। সে সময় সেন্ট ট্রোপেজে এক সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন “টাইটানিক”-খ্যাত এই তারকা জুটি। সেই ছবি ভাইরাল হয় অনলাইনে। আর গুঞ্জনের সূত্রপাত সেখানেই।

নতুন এক সাক্ষাৎকারে বিনোদন ম্যাগাজিন “ই”-কে কেট বলেন, “গত আগস্ট মাসের মাঝামাঝি আমরা এক সঙ্গে ছুটি কাটাইনি। বরং, লিও (লিওনার্দো ডিক্যাপ্রিও)-র বার্ষিক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আমি যোগ দিয়েছিলাম। আমরা একসঙ্গে ডিনারের আয়োজন করেছিলাম।”

“টাইটানিক” ছবির “জ্যাক” ও “রোজ”-এর সঙ্গে সেই ডিনার থেকে ১.৩৫ মিলিয়ন ডলার উঠেছিলো বলেও তিনি উল্লেখ করেন।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায় ফরাসি শহর সেন্ট ট্রোপেজে লিওনার্দো এবং কেট দুজন দুজনার বাহু বন্ধনে আবদ্ধ রয়েছেন। এসময় তাঁদের পড়নে ছিলো সুইমস্যুট।

সব গুঞ্জন সরিয়ে কেট জোর দিয়ে বলেন, “আমি কখনোই লিও-এর সঙ্গে ছুটি কাটাইনি।” উল্লেখ্য, ২০১২ সাল থেকে ব্যবসায়ী নেড রকএনরোলের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন কেট।

১৯৯৭ সালে লিওনার্দো এবং কেট এক সঙ্গে প্রথম অভিনয় করেন জেমস ক্যামেরনের বিখ্যাত “টাইটানিক” ছবিতে। এরপর, ২০০৯ সালে এই জুটি অভিনয় করেন কেটের সাবেক স্বামী স্যাম মেনডেজ পরিচালিত “রেভল্যুশনারি রোড”-এ।

উল্লেখ্য, “টাইটানিক”-খ্যাত এই তারকা জুটি আগেই ঘোষণা দিয়েছিলেন তাঁরা তহবিল সংগ্রহের জন্যে একটি ডিনার পার্টির আয়োজন করবেন।

Comments

The Daily Star  | English
Milestone survivors trauma healing

A path to trauma healing for Milestone survivors

Instead of conventional class activities, children should spend more time engaging in age-appropriate games and creative art.

4h ago