সিকোয়েন্স

ডিসেম্বরে আসবে ‘আঁখি ও তার বন্ধুরা’

মোরশেদুল ইসলামের পরিচালনায় মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে শিশুতোষ ছবি “আঁখি ও তার বন্ধুরা” আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Ankhi O Taar Bandhura
“আঁখি ও তার বন্ধুরা” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মোরশেদুল ইসলামের পরিচালনায় মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে শিশুতোষ ছবি “আঁখি ও তার বন্ধুরা” আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

ছবিটির শেষ পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এর সম্পাদনা, ডাবিং ও শব্দ প্রয়োগসহ অন্যান্য কাজ শেষ হবে। অক্টোবরে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে।

“আঁখি ও তার বন্ধুরা” ছবিটিতে অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক ইশা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ প্রত্যাশা, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ অরিয়ন, আব্দুস শিহাব আপন, সৈয়দ আশিকুজ্জামান রোমিও, ধ্রুবন্তী ও নাভিদ হাসান অমি।

এছাড়াও, অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, তারিক আনাম খান, আল মনসুর, এস. এম. মহসিন, মান্নান হিরা, মুনিরা ইউসুফ মেমি, সুষ্মিতা সিনহা প্রমুখ।

ছবিটির চিত্রগ্রহণে রয়েছেন মাহফুজুর রহমান খান; সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসে সুজন মাহমুদ; আবহ সংগীতে সানী জুবায়ের; শিল্প নির্দেশনায় অশোক ঘোষ এবং পোশাক পরিকল্পনায় প্রীতি রোজারিও।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

3h ago