‘বড় ছেলে’-র জন্যে সত্যিই কেঁদেছি: মেহজাবিন

সদ্য শেষ হওয়া ঈদে প্রচারিত বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত “বড় ছেলে” টেলিছবিটি।
Mehjabeen
অভিনেত্রী মেহজাবিন। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ঈদে প্রচারিত বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত “বড় ছেলে” টেলিছবিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। “বড় ছেলে”-তে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। অনেক সমালোচকের মন্তব্য, মেহজাবিন তাঁর অভিনয় জীবনে সবচেয়ে ভালো অভিনয় করেছেন এই টেলিছবিটিতে।

দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে মেহজাবিন তাঁর অনুভূতি ভাগাভাগি করেন এভাবে: “টেলিছবি ‘বড়ছেলে’ দর্শকদের ওপর দারুণ প্রভাব ফেলেছে। এটি আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। চরিত্রটি আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ খুব একটা পাওয়া যায় না।”

“যখন শুটিং করি তখন ভেবেছিলাম এটি দর্শকরা পছন্দ করবেন। তবে এতো সাড়া পাব এমনটি আশা করিনি। পরিচিতদের অনেকেই ফোন ও ফেসবুকে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। ছবিটির শেষ দৃশ্যের কান্নাতে গ্লিসারিন দরকার হয়নি। আমি সত্যি সত্যিই কেঁদেছি,” যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

10h ago