অনাথ রোহিঙ্গা শিশুদের পুনর্বাসন করবে সরকার
মিয়ানমারে বাবা-মা হারিয়ে যেসব রোহিঙ্গা শিশু এসেছে বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসন করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সব হারানো এসব অনাথ শিশুর সংখ্যা প্রায় ছয় হাজার।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অনাথ শিশুদের একটি ডাটাবেজ তৈরি করবে সরকার। এর জন্য একটি ফর্মে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
বর্তমানে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে শরণার্থীরা অবস্থান করছেন। তবে ০-১৮ বছর বয়সী রোহিঙ্গা অনাথ শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। প্রতিমন্ত্রী জানান, দুই দলে ভাগ করে এসব শিশুকে রাখা হবে। এর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের কাছে ২০০ বিঘা জমি চাওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রানলয়ের সচিব জিল্লুর রহমান বলেন, ফর্ম পূরণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক হাজার ৮৫০ জন অনাথ শিশুর তালিকা তারা তৈরি করে ফেলেছেন। মন্ত্রণালয়ের ১২০ জন কর্মী এই কাজে নিয়োজিত রয়েছেন।
Comments